রবিবার ৩০ এপ্রিল ২০২৩ - ১১:০১
নবীকন্যার রওজা ধ্বংসের ১০০ বছর স্মরণে প্রতিবাদ

হাওজা / নবীকন্যার রওজা ধ্বংসের ১০০ বছর স্মরণ সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে মিরপুরবাসীর প্রতিবাদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে বাইয়েত ফাউন্ডেশন খুলনার আয়োজনে ইসলামী প্রসিদ্ধ সমাধিক্ষেত্র জান্নাতুল বাক্বী ধ্বংসের একশত বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আল কাওসার সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী, হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা, হুজ্জাতুল ইসলাম শাহাদাত হোসাইন ও খালিশপুরের হোসাইনী মিশনের সেক্রেটারী জনাব সৈয়দ গামখার হেসেন। বক্তারা তৎকালীন আলে সউদ সরকারের এ ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা এবং সমাধি সৌধের পূণঃ নির্মাণের জোর দাবি জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha